সুন্দরবনের হরেক পাখি

>

সুন্দর যে বন তাই সুন্দরবন। বনের গহীনে ঢুকতেই কানে আসে হাজারো পাখির কলরব। বনে আছে, বনকোকিল, সিঁদুরে মৌটুসী, বনমালী, খয়রা পাক মাছরাঙা, বামুনি মাছরাঙা, কালটুপি মাছরাঙা। আছে কালামুখ প্যারা পাখি । যার আরেক নাম হাঁসপাখি। ছবিতে দেখা যাক সুন্দরবনের সুন্দর পাখিগুলোকে।

বনমালী
বনমালী
কালামাথা চটক
কালামাথা চটক
খয়রাপাখা মাছরাঙা
খয়রাপাখা মাছরাঙা
বহুরূপী ঈগল
বহুরূপী ঈগল
সাদাঘাড় মাছরাঙা
সাদাঘাড় মাছরাঙা
পাতি পানচিল
পাতি পানচিল
তিলা নাগ ঈগল
তিলা নাগ ঈগল
সিন্দুরে মৌটুসি
সিন্দুরে মৌটুসি
মদনটাক
মদনটাক
কালোমুখ প্যারাপাখি
কালোমুখ প্যারাপাখি
লাল মাছরাঙা
লাল মাছরাঙা
ধলাপেট সিন্ধু ঈগল
ধলাপেট সিন্ধু ঈগল