রাঙামাটিতে ব্রাশফায়ারের ঘটনায় তদন্ত কমিটি

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা।  ছবি: সংগৃহীত
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে ভোট শেষে ফেরার পথে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ওপর ব্রাশফায়ারের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীকে কমিটির প্রথম প্রধান এবং রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আজ মঙ্গলবার বিকেলে এই কমিটি গঠন করেন। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, তদন্ত কমিটিতে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের রাখা হয়েছে। ১০ কর্মদিবসে কমিটি প্রতিবেদন দেবে।

গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন শেষে সরঞ্জাম নিয়ে ফেরার পথে ব্রাশফায়ার করা হয়। এতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাসহ আটজন নিহত হন। আহত হয়েছেন ২০ জনের বেশি।