গ্যাসের মূল্যবৃদ্ধিতে শ্রমজীবীরা চাপে পড়বেন: স্কপ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার এক বিবৃতিতে স্কপ বলেছে, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও নিম্ন মজুরির কারণে এমনিতেই শ্রমজীবী মানুষের জীবন দুর্দশাগ্রস্ত। এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি তাঁদের জীবনকে দুর্বিষহ করে তুলবে।

বিবৃতিতে আরও বলা হয়, গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়বে। এই চাপ সবচেয়ে বেশি বহন করতে হবে শ্রমজীবী মানুষকেই। দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষের স্বার্থে গ্যাসের দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্কপ। বিজ্ঞপ্তি।