ফুলগাজীতে ১৬ ছাত্রী অসুস্থ, বিদ্যালয় ছুটি

ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চবিদ্যালয়ে দুই দিনে ১৬‍ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসকেরা বলছেন, ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। গতকাল মঙ্গলবার সাতজন ও গত সোমবার নয়জন এই রোগে আক্রান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে দুই দিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
বিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে নিজ আসনে বসা মাত্রই একের পর এক সাতজন শিক্ষার্থী অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। তারা সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্রী। শিক্ষকেরা দ্রুত তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক মজুমদার বলেন, গত সোমবারও গণমনস্তাত্ত্বিক রোগে শ্রেণিকক্ষে নয়জন ছাত্রী অচেতন হয়ে পড়েছিল। তাদেরও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন জানান, গত সোমবার যে নয়জন ভর্তি হয়েছিল তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। গতকাল যারা ভর্তি হয়েছে তাদের অবস্থারও উন্নতি হচ্ছে। তিনি বলেন, মানসিক অবস্থা ও আবহাওয়া পরিবর্তনের কারণে এ রোগ হতে পারে।