লাখো প্রদীপ জ্বেলে গণহত্যা দিবস পালন করবে বগুড়া

লাখো প্রদীপ জ্বেলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে বগুড়ায়। কাল সোমবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে বগুড়ায় এই কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ স্মরণ করা হবে। 

‘লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো’ শীর্ষক এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে জেলা পুলিশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। কর্মসূচি অনুসারে লাখো প্রদীপ হাতে ১৯৭১ সালের ২৫ মার্চ এবং মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজক সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রদীপ হাতে দাঁড়াবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার হাতে থাকবে দুটি করে প্রদীপ। ঘড়ির কাঁটা সন্ধ্যা ৭টা ১ মিনিট স্পর্শ করার সঙ্গে সঙ্গে লাখো প্রদীপ একযোগে প্রজ্বালন করা হবে। কাল লাখো প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে সাধারণ মানুষকে অংশ নিতে আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করে ও পোস্টার লাগিয়ে প্রচার চালানো হয়েছে।

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা-সংলগ্ন ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ এবং জিলা স্কুল মাঠে এই প্রদীপ প্রজ্বালন কর্মসূচির মূল সমাবেশ হবে। এখানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পুলিশ, আনসার বাহিনীর সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

প্রদীপ প্রজ্বালন কর্মসূচির আগে সমাবেশে অতিথির বক্তব্য দেবেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মো.মোখলেছুর রহমান, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এবং পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

একই সময়ে জেলার ১২ উপজেলায়ও একযোগে এই কর্মসূচিতে অংশ নেবেন হাজারো শ্রেণি-পেশার মানুষ। অন্য যেসব স্থানে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করা হবে, তার মধ্যে রয়েছে শহরের মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদ চত্বর, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) প্রধান কার্যালয় চত্বর, শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বর, শেরপুর উপজেলা পর্ষদ চত্বর, ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, সারিয়াকান্দি পাবলিক মাঠ, শিবগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ চত্বর, সোনাতলা শেখ রাসেল স্টেডিয়াম, দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, আদমদীঘি আইপিজে স্কুল মাঠ, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ এবং কাহালু মডেল স্কুল মাঠ।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দেশের ইতিহাসের এক ভয়াবহ দিন। ওই রাতে মুক্তিকামী বহু বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই লাখো প্রদীপ জ্বেলে লাখো শহীদকে স্মরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, তাঁদের লক্ষ্য ন্যূনতম এক লাখ প্রদীপ জ্বালানো। তবে তাঁরা সোয়া লাখেরও বেশি প্রদীপ সংগ্রহ করছেন। মানুষের সংখ্যা বেশি হলে এক লাখের বেশি প্রদীপ জ্বালানো হবে।