নিহত ব্যক্তির পরিচয় উদ্ধার হয়নি, চালকসহ দুজন রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর পল্টনে গাড়িচাপায় নিহত হওয়ার মামলায় কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। দুদিনের রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করা হয়েছিল। ওই দুই আসামি হলেন চালক আশরাফুল আলম ও তাঁর সহকারী রাকিব (১৮)।

পুরানা পল্টনের গত বুধবার কেএফসি রেস্টুরেন্টের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাত ৯টা ৪৫ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদী হয়ে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিন প্রথম আলোকে বলেন, ‘কাভার্ড ভ্যানের চাপায় যে ব্যক্তি নিহত হন, তাঁর পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর নাম আলামিন বলে জানতে পেরেছি। তাঁর পূর্ণাঙ্গ পরিচয় উদ্ধারের জন্য হাতের আঙুলের ছাপ নেওয়া হয়েছে।’