ভয়াল সেই কালরাত স্মরণ

১৯৭১ সালের পঁচিশে মার্চ কালরাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা নির্বিচারে হত্যা করে হাজারো মানুষকে। সেই ভয়াল কালরাত স্মরণে সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ‘জাতীয় গণহত্যা দিবস’। দিবসটি স্মরণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়। যার বেশ কিছু ছবি নিচে তুলে ধরা হলো-
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাচ্য নাট্যের লালযাত্রা। একাত্তরে পঁচিশে মার্চ কালরাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পদযাত্রার আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাচ্য নাট্যের লালযাত্রা। একাত্তরে পঁচিশে মার্চ কালরাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পদযাত্রার আয়োজন করা হয়।
সেই ভয়াল রাতে গণহত্যাকে এভাবেই ফুটিয়ে তোলেন প্রাচ্য নাট্যের অভিনয় শিল্পীরা। স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য প্রাঙ্গণে
সেই ভয়াল রাতে গণহত্যাকে এভাবেই ফুটিয়ে তোলেন প্রাচ্য নাট্যের অভিনয় শিল্পীরা। স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য প্রাঙ্গণে
‘জনগল্প ৭১’ প্রকল্পের কর্মীরা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্বলন করেন।
‘জনগল্প ৭১’ প্রকল্পের কর্মীরা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্বলন করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত তিন দিনের অনুষ্ঠানে মঞ্চ নাটক।
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত তিন দিনের অনুষ্ঠানে মঞ্চ নাটক।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোর মিছিলে মশাল হাতে সমাজের সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোর মিছিলে মশাল হাতে সমাজের সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়।