মতলবে বালুভর্তি ট্রলার ডুবে শ্রমিকের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বালুভর্তি ট্রলার ডুবে মো. রুহুল আমিন (২৫) নামে ওই ট্রলারের একজন শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার রাত তিনটার দিকে উপজেলার মতলব সেতুর নিচে ধনাগোদা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের বাড়ি ঝালকাঠির তারাখালি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মতলব সেতু এলাকায় ট্রলারে বালু ওঠানো-নামানোর কাজ করতেন।

পুলিশ, দুজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ওই সেতু এলাকার নিচে ধনাগোদা নদীর পাড়ে একটি ট্রলারে বালু ভর্তি করেন ট্রলারটির শ্রমিক মো. কামাল ও মো. রুহুল আমিন। রাত ১০টার পর তাঁরা দুজনেই ট্রলারটির কেবিনে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক তিনটার দিকে ট্রলারটি হঠাৎ পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে মো. কামাল ট্রলার থেকে নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে কোনোরকমে প্রাণ রক্ষা করেন। কিন্তু ঘুমন্ত রুহুল আমিন পানিতে ডুবে মারা যান। ওই সেতু এলাকার শ্রমিকেরা ঘটনাটি পুলিশকে জানালে মতলব দক্ষিণ থানা-পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে যান এবং ওই শ্রমিকের লাশ উদ্ধার করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই শ্রমিকের লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।