কলকাতায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কলকাতা উপহাইকমিশনে বাংলাদেশের জাতীয় সংগীতে অংশ নেন তাঁরা। ভারত, ২৬ মার্চ। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতা উপহাইকমিশনে বাংলাদেশের জাতীয় সংগীতে অংশ নেন তাঁরা। ভারত, ২৬ মার্চ। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের কলকাতায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।

দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। এরপর বাংলাদেশ সময় সকাল আটটায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে গাওয়া জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান কলকাতার বিশিষ্টজন ও উপহাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গের বিশিষ্টজন, বিদেশি দূতাবাসের কূটনীতিক, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।