স্বাধীনতা দিবসে ছাত্রীদের ক্রিকেট উৎসব

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ক্রিকেট উৎসবে মেতেছেন ছাত্রীরা। মনজুর কাদের মহিলা কলেজ, বেড়া, পাবনা। ছবি: বরুন রায়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ক্রিকেট উৎসবে মেতেছেন ছাত্রীরা। মনজুর কাদের মহিলা কলেজ, বেড়া, পাবনা। ছবি: বরুন রায়

পাবনার বেড়া উপজেলায় মেয়েদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা এখন প্রায়ই ক্রিকেট খেলায় অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে ছাত্রীদের টি-টেন ক্রিকেট ম্যাচ। এতে ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে উৎসবে মাতেন।

কলেজ সূত্রে জানা যায়, ক্লাস-পরীক্ষার পাশাপাশি চার দেয়ালে ঘেরা মনজুর কাদের মহিলা কলেজ মাঠে প্রায়ই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ছাত্রীরা কলেজের ক্রীড়াশিক্ষক নূরমহল বেগমের তত্ত্বাবধানে নিয়মিত ক্রিকেট চর্চা করে থাকেন। ছাত্রীরা ক্রিকেট খেলতে ভীষণ আনন্দ উপভোগ করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ ক্রিকেট খেলার আয়োজন করলে ছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। গত দুই সপ্তাহ ধরে ছাত্রীরা পড়াশোনার ফাঁকে ফাঁকে অনুশীলন করে আসছিলেন। মঙ্গলবার কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীরা লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেন। এতে সবুজ দল লাল দলকে ১০ উইকেটে পরাজিত করে। বিজয়ী দলের নাঈমা আক্তার ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষক নূরমহল বেগম বলেন, ‘আগে মেয়েরা টেলিভিশনে ক্রিকেট খেলা দেখে অনেক কিছু না বুঝেই হইহুল্লোড় করত। এখন সবাই ক্রিকেটর নিয়মকানুন বোঝে। ক্রিকেট নিয়ে ওদের আগ্রহও তাই বেড়েছে। কলেজে যেকোনো ক্রিকেট মানেই ওদের কাছে উৎসব।’

ক্রিকেট খেলায় অংশ নেওয়া মাহফুজা আক্তার ও নাইমা আক্তারসহ অন্যরা জানান, ক্রিকেট খেলতে পেরে তাঁরা দারুণ খুশি। আগে তাঁরা ভাবতেন ক্রিকেট শুধু ছেলেদের খেলা। কিন্তু এখন তাঁরা বোঝেন, এটা মেয়েরাও খেলতে পারেন।

মনজুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও উৎসাহ দিয়ে থাকি। বিভিন্ন ধরনের খেলায় অংশ নেওয়ার ব্যাপারে মেয়েদের সুযোগ থাকলেও কলেজের সুরক্ষিত পরিবেশের কারণে ওরা ক্রিকেটের প্রতি বেশি আগ্রহী।’