পেকুয়ায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

বন্দুকযুদ্ধ। ছবিটি প্রতীকী
বন্দুকযুদ্ধ। ছবিটি প্রতীকী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত দুজন জলদস্যু। ঘটনাস্থল থেকে ৮টি বন্দুক ও ২৬টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

র‍্যাব-৭ কক্সবাজারের অধিনায়ক মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে র‍্যাবের টহল দল ও উপকূলীয় জলদস্যুদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুই জলদস্যুর গুলিবিদ্ধ লাশ এবং ৮টি অস্ত্র ও ২৬টি গুলি উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, আজ ভোর পাঁচটার দিকে মগনামার জালিয়াপাড়া থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

র‌্যাব ও পুলিশ এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।