রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশিবরাট গ্রামে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ছবি: প্রথম আলো
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশিবরাট গ্রামে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ছবি: প্রথম আলো

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তুলশিবরাট সর্বজনীন মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে এ ঘটনা জানতে পারেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলশিবরাট মাঠের মধ্যে দুই একর সরকারি জমি আছে। জমির অধিকাংশটা নিচু জলাশয়। ছয়-সাত বছর আগে সেখানে মন্দির স্থাপন করে পূজা শুরু হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা মন্দিরের ভেতর থাকা কালী প্রতিমা ভাঙচুর করেন। এ ছাড়া মহাদেবের মূর্তির কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার সরকার প্রথম আলোকে বলেন, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মন্দির কমিটির সভাপতি নেপাল রাজ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় তিনি মন্দিরে পূজা দিতে যান। পূজা দিতে গিয়ে তিনি প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি সনজিৎ কুমার দাস বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে থাকতে পারে।’

প্রতিমা ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি এ কে এম আজমল হুদা। তিনি প্রথম আলোকে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে। ভাঙচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।