কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত ফারুখ হোসেন। ছবি: প্রথম আলো
কারাদণ্ডপ্রাপ্ত ফারুখ হোসেন। ছবি: প্রথম আলো

নাটোরের বাগাতিপাড়ায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফারুখ হোসেন নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নাসরিন বানুর আদালত এ সাজা দেন।

বাগাতিপাড়া থানা ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে বেশ কিছুদিন ধরেই উত্ত্যক্ত করছিলেন ফারুখ। গতকাল বুধবার বিকেলে ওই ছাত্রী বাগাতিপাড়া মডেল থানায় ফারুখের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আজ সকালে ওই ছাত্রী কলেজ যাওয়ার পথে ফারুখ আবারও তাঁকে উত্ত্যক্ত করলে পুলিশ তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ফারুখ একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে আট থেকে দশটি মামলা হয়েছে।