মোটর সাইকেল ধার না দেওয়ার জের...

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

টাঙ্গাইলে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল ধার চাওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানু (৫৫) ওই ইউনিয়নের কাঠুয়া যুগনী গ্রামের এফাত মিয়ার ছেলে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল জানান, সকালে সানুর ভাতিজা বাচ্চুর কাছে একই এলাকার বাবু মিয়া মোটর সাইকেল চান। বাচ্চু মোটরসাইকেল না দেওয়ায় বাবু ও তাঁর লোকজন বাচ্চুকে মারধর করে। ভাতিজাকে মারধরের কারণ জানতে সানু ও তার পরিবারের লোকজন সকাল সাড়ে ১১টার দিকে বাবুদের বাড়িতে যান। এ সময় বাবু ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে সানুর ওপর হামলা চালায়। সানুকে রক্ষা করতে তাঁর চাচাতো ভাইয়েরা এগিয়ে গেলে তাঁরাও আহত হন। পরে গুরুতর অবস্থায় ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানুকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সাঈদ, সুমন, আজাহার ও কালাচাঁদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।