যেনতেন করে যেন তদন্ত না হয়: ড. কামাল

কামাল হোসেন
কামাল হোসেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ব্যাপক প্রাণহানির ঘটনার তদন্ত যেনতেন করে যেন না হয়।

আজ শুক্রবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ভবনটি পরিদর্শনে এসে জ্যেষ্ঠ এই আইনজীবী এ কথা বলেন।

বনানীর ফারুক রূপায়ণ (এফআর) টাওয়ারে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে আগুন লাগে। সন্ধ্যার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একের পর এক লাশ উদ্ধার করা হয়।

আজ সকালে পুলিশ জানায়, এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ২৫–এ পৌঁছেছে। আহত ৭৩ জন।

আজ সকালে পরিদর্শনে এসে কামাল হোসেন বলেন, আটকে পড়া মানুষ বাঁচার জন্য ভবন থেকে লাফিয়ে পড়েছে। বহুতল ভবনে আগুন লাগলে বেরোতে পারার ব্যবস্থা থাকার কথা ছিল।

কামাল হোসেন বলেন, সেই ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার।

আজ কামাল হোসেনের সঙ্গে গণফোরামের কেন্দ্রীয় নেতা সুব্রত চৌধুরীসহ অন্য নেতারা ছিলেন।