লাইসেন্স না থাকায় জরিমানা

লাইসেন্স না থাকায় চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের পাশে থাকা পাঁচটি করাতকলের মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে মির্জাপুর ও ধলই ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ওই পাঁচ করাতকল মালিককে জরিমানা করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সাধারণত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল বসানোর নিয়ম নেই। শনিবার ওই এলাকায় থাকা পাঁচটি করাতকলে অভিযান চালিয়ে দেখা যায়, একটিরও কোনো লাইসেন্স নেই।

মোহাম্মদ রুহুল আমিন জানান, করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ অনুসারে করাতকল-মালিক মোহাম্মদ আলীকে ১০ হাজার টাকা, জহিরুল আলমকে ১০ হাজার টাকা, আরবান আলীকে ১০ হাজার টাকা, মোহাম্মদ সিরাজদৌল্লাহকে ১০ হাজার টাকা এবং মোহাম্মদ শাহ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই পাঁচটি করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে।