নওগাঁয় এক কিলোমিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ

নওগাঁর রানীনগরের বেহাল এক কিলোমিটার রাস্তা। উপজেলার জামগ্রাম এলাকায়।  প্রথম আলো
নওগাঁর রানীনগরের বেহাল এক কিলোমিটার রাস্তা। উপজেলার জামগ্রাম এলাকায়। প্রথম আলো

মাত্র এক কিলোমিটার রাস্তা পাকাকরণ না হওয়ায় নওগাঁর রানীনগর উপজেলার প্রায় ১০টি গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার বাঁশবাড়িয়া থেকে তিলাবদুরী যাওয়ার একমাত্র গ্রামীণ এই রাস্তার একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তাটির কিছু অংশে ইট পেতে দেওয়া হলেও সেগুলো উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ রাস্তায় ভ্যান, ভটভটি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না। বর্ষায় রাস্তার গর্তে পানি জমে গেলে এসব যানবাহনও চলাচল করতে পারে না। দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

রানীনগর উপজেলার শেষ আর আত্রাই উপজেলার শুরু এই রাস্তা দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি দিয়ে তিলাবদুরী, জামগ্রাম, পোঁওয়াতাপাড়া, তেঘড়, বাঁশবাড়িয়া, আকনা, ঝিনা, শাহাগোলাসহ প্রায় ১০টি গ্রামের মানুষদের প্রতিনিয়তই চলাচল করতে হয়। তাদের চলাচলের জন্য আর কোনো রাস্তা নেই। দিনে যানবাহন চলাচল করলেও রাতে এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না। এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এই সব বড় বড় গর্তসহ রাস্তার কোনো সংস্কারের কাজ না করায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

তিলাবদুরী গ্রামের সোহেল হোসেন, আমজাদ হোসেন, সাখাওয়াত হোসেনসহ অনেকেই বলেন, ‘আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি, যার কারণে দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায় এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল পড়ে আছে।’

বড়গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল ইসলাম বলেন, ‘এই রাস্তা সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছি।’
উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, ‘রাস্তার সংস্কারের জন্য ওপরমহল বরাবর প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।’