১১টি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা

পাবনার বেড়া উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়কে ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসা হচ্ছে। এ জন্য উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়ার পাশাপাশি অনলাইনে নোটিশ, প্রবেশপত্র, নোটিফিকেশন প্রদানসহ ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে।

 উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বেড়া উপজেলায় মোট ২২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্য থেকে ১১টি বিদ্যালয়কে ডিজিটাল পদ্ধতির জন্য বেছে নেওয়া হয়েছে। বেছে নেওয়া বিদ্যালয়গুলোর মধ্যে বেড়া পৌরসভার দুটি ও উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি থেকে একটি করে বিদ্যালয় রয়েছে। এর মধ্যে রয়েছে বেড়া বিপিন বিহারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, বেড়া হাইস্কুল, ভারেঙ্গা একাডেমি, আদর্শ উচ্চবিদ্যালয় কৈটোলা, নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়, হরিনাথপুর এসইএসডিপি স্কুল, ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয়, কাজিরহাট উচ্চবিদ্যালয়, মাশুমদিয়া ভবানীপুর উচ্চবিদ্যালয়, বঙ্গবন্ধু আদর্শ উচ্চবিদ্যালয় ও ঢালারচর উচ্চবিদ্যালয়। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে নেটিজেন আইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে।

ডিজিটাল পদ্ধতির আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ পদ্ধতিতে হাজিরা নেওয়া হবে। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা দিলে সেই তথ্য অভিভাবকের মুঠোফোনে পৌঁছে যাবে। শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি ও প্রস্থানের তথ্যগুলোও পৌঁছে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এ ছাড়া এই পদ্ধতিতে ফলাফল প্রকাশ, প্রবেশপত্র, নোটিশ প্রদানসহ আরও বিভিন্ন সুবিধা দেওয়া সম্ভব হবে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিকভাবে ১১টি মাধ্যমিক বিদ্যালয়কে ডিজিটাল প্রকল্পে নেওয়া হলেও পর্যায়ক্রমে উপজেলার সবগুলো মাধ্যমিক বিদ্যালয়কেই এর আওতায় আনা হবে।’