রাজবাড়ীতে কালবৈশাখী, নৌকাডুবিতে নিখোঁজ ১

রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামে গতকাল রোববার বিকেলে কালবৈশাখীতে পদ্মা নদীতে মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক ব্যক্তি নিখোঁজ আছেন। তাঁকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।

নিখোঁজ ব্যক্তির নাম আবদুর রশিদ শেখ (২৮)। তিনি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।

মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যোচন মোল্লা বলেন, রশিদ শৌখিন মাছ শিকারি। গতকাল বিকেলে আইয়ুব আলী শিকদার ও মিজানুর রহমানের সঙ্গে তিনি পদ্মা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ করে কালবৈশাখী শুরু হয়। তাদের মাছ ধরার নৌকাটি ঝড়ের কবলে পড়ে। নৌকাটি মাঝনদীতে উল্টে ডুবে যায়। আইয়ুব আলী শিকদার ও মিজানুর রহমান সাঁতরে পদ্মা নদীর তীরে পৌঁছালেও রশিদ আসতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন। আজ সোমবার বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শওকত আলী জোয়ারদার বলেন, নৌকাডুবির খবর পেয়ে গতকাল রাতে নদীতে অভিযান চালানো হয়। নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি। আজ দুপুর থেকে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।