অগ্নিকাণ্ড দুর্ঘটনা না নাশকতা, দেখা হচ্ছে: হানিফ

মাহবুব উল আলম হানিফ। প্রথম আলো ফাইল ছবি
মাহবুব উল আলম হানিফ। প্রথম আলো ফাইল ছবি

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা শুধু দুর্ঘটনা, নাকি নাশকতামূলক, সেটি তদন্তাধীন আছে। তবে কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।’ আজ সোমবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এ সময় মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, এর আগে ২০১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি শুরু হয়েছিল। সে সময় প্রায় ৯৩ দিন সারা দেশে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে মানুষকে পোড়ানো হয়েছিল। আগুন দিয়ে গাড়িঘোড়া ধ্বংস করা হয়েছিল। সে কারণে পরপর যে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, এর পেছনে কোনো নাশকতামূলক ষড়যন্ত্র আছে কি না, সেটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।