ব্যাংকার থেকে উদ্যোক্তা, বাকিটা ইতিহাস

ইসরাত আরা ইউনুস। ছবি: সংগৃহীত
ইসরাত আরা ইউনুস। ছবি: সংগৃহীত

বাংলাদেশি ইসরাত আরা ইউনুসের ব্যাংকার থেকে উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা সহজ ছিল না।

বাংলাদেশে ব্যাংকিং পেশা ছেড়ে ২০০৮ সালে কাতারে পাড়ি জমান ইসরাত। সেখানে এক বছর ঘরেই বসে ছিলেন, সময় দেন পরিবারকে।

কিন্তু ঘরের একঘেয়েমি জীবনে হাঁপিয়ে ওঠেন ইসরাত। সেখানেই আবার যোগ দেন একটি বহুজাতিক ব্যাংকে।

দ্রুতই ইসরাত প্রথম নারী হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপক পদে পদোন্নতি পান। তবে এতে মন ভরেনি চ্যালেঞ্জপ্রেমী ইসরাতের।

বাংলাদেশ ফোরাম কাতারের সক্রিয় এই সদস্য বলেন, ‘আমার মনে হলো, নিজেই উদ্যোক্তা হওয়ার সময় এসেছে। তখন একটি আর্থিক ও ব্যবস্থাপনা কনসালট্যান্সি ফার্ম খুললাম।’

উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরুর পর বাকিটা ইতিহাস। ইসরাতের রিচমন্ড কনসালট্যান্টস অ্যান্ড সার্ভিসেস এখন কাতারের সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।