ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রকে পিটিয়ে আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বোয়ালিয়া বি এল উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নবম শ্রেণির ছাত্র ওয়াহেদুজ্জামানকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। আহত অবস্থায় ওই ছাত্রকে আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে পিটিয়ে আহত করা হয়। এই ঘটনায় ওই ছাত্রের বাবা বোয়ালিয়া গ্রামের আবদুল করিম গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

আবদুল করিম ও বিদ্যালয়ের শিক্ষক সুমন আলী জানান, গতকাল সকালে ওয়াহেদুজ্জামান বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় এলাকার পলক, শুভ, বাসার, শিমুল, সোলাইমান, ফাকুসহ আরও কয়েকজন বখাটে ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এর প্রতিবাদ জানালে বখাটেরা ওয়াহেদুজ্জামানকে মারতে এলে সে দৌড়ে বিদ্যালয়ের ভেতরে চলে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার পথে তাঁর ওপর হামলা চালায় বখাটেরা। এ সময় ওয়াহেদুজ্জামানকে তারা পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে আজ তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ছাত্রকে পেটানোর বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হানকে অবহিত করেছেন বিদ্যালয়ের একজন শিক্ষক।

এ বিষয় ইউএনও শিহাব রায়হান প্রথম আলোকে বলেন, ‘ওই বিদ্যালয়ের একজন ছাত্রকে পেটানো হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। এর সঙ্গে ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনা সম্পৃক্ত থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এখনো মামলা করা হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’