মেয়র পদে আ.লীগের ছয় নেতার নাম কেন্দ্রে

এহতেশামুল আলম ,মোহিত উর রহমান, মো. ইকরামুল হক,সাদেক খান, এ কে এম সাজ্জাদ ও ফারামার্জ আল নূর
এহতেশামুল আলম ,মোহিত উর রহমান, মো. ইকরামুল হক,সাদেক খান, এ কে এম সাজ্জাদ ও ফারামার্জ আল নূর

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ছয় নেতার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ছয়জনের নাম চূড়ান্ত করা হয়। এর আগে গত সোমবার বিকেলে বর্ধিত সভা শুরু হয়। সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গতকাল আবারও সভা হয়।

ছয় নেতা হলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র মো. ইকরামুল হক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেক খান (মিল্কি টজু), জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম সাজ্জাদ হোসেন ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য ফারামার্জ আল নূর রাজীব।

দলীয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণ করতে সোমবার বিকেলে ময়মনসিংহ নগরের একটি হোটেলে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমানের সঞ্চালনায় অংশগ্রহণকারী নেতারা মেয়র প্রার্থী নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে সভায় চূড়ান্ত সিদ্ধান্ত না হলে গতকাল একই হোটেলে আবারও সভা হয়।

সভায় অংশগ্রহণকারী কয়েকজন নেতা জানান, ছয়জনের নাম ঘোষণা করেন মোহিত উর রহমান। ওই সময় তিনি নিজের নাম সবার শেষে ঘোষণা করেন। ওই সময় উপস্থিত নেতারা মোহিত উর রহমানের নাম প্রথম স্থানে রাখার প্রস্তাব করেন। পরে সবার সম্মতিক্রমে মোহিত উর রহমানের নাম দ্বিতীয় স্থানে রাখা হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় কোনো সমর্থন থাকবে না। এ পদটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ছয়জনের নাম প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।