নববর্ষের নানা রঙের মুখোশ

>

দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। মঙ্গল শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ মুখোশ। মুখোশ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। বর্ণিল কিছু মুখোশের ছবি নিয়ে এই আয়োজন। ছবিগুলো বুধবারের।

রং করা হচ্ছে কাগজের তৈরি মুখোশ।
রং করা হচ্ছে কাগজের তৈরি মুখোশ।
মুখোশে প্রাধান্য পাচ্ছে বেঙ্গল টাইগার।
মুখোশে প্রাধান্য পাচ্ছে বেঙ্গল টাইগার।
বর্ণিল রং ও নকশার বাঘের মুখ।
বর্ণিল রং ও নকশার বাঘের মুখ।
মুখোশগুলো ধারণ করছে বাংলার সংস্কৃতি।
মুখোশগুলো ধারণ করছে বাংলার সংস্কৃতি।
শিল্পীর হাতে পড়ে বাঘ হয়েছে সবুজ রঙের।
শিল্পীর হাতে পড়ে বাঘ হয়েছে সবুজ রঙের।
মুখোশ তৈরিতে অনুসরণ করা হয় ঐতিহ্যবাহী নকশা।
মুখোশ তৈরিতে অনুসরণ করা হয় ঐতিহ্যবাহী নকশা।
নানা রঙে রাঙানো মুখোশ।
নানা রঙে রাঙানো মুখোশ।
কালোমুখো বাঘ!
কালোমুখো বাঘ!
কেউ চাইলে মুখোশ কিনতেও পারবেন।
কেউ চাইলে মুখোশ কিনতেও পারবেন।
মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করে এই মুখোশ।
মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করে এই মুখোশ।
নববর্ষ বরণের সময়েই এমন মুখোশ চোখে পড়ে।
নববর্ষ বরণের সময়েই এমন মুখোশ চোখে পড়ে।