সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ১৭ রোহিঙ্গা উদ্ধার

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৭ জন রোহিঙ্গাসহ ১৯ জনের একটি দলকে উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার করা দলটিতে ২টি শিশু, ১২ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। রোহিঙ্গাদের সবাই উখিয়া কুতুপালং এবং অপর দুজন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে মানব পাচারকারীদের সদস্যরা সমুদ্রপথে একটি দলকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ জন্য তারা পাহাড়ি এলাকায় ১৭ জন রোহিঙ্গা ও দুজন যুবককে জড়ো করে। কিন্তু খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযানে নামে। দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা অভিযান চালিয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়ার পাহাড়ি এলাকা থেকে ওই ১৯ জনকে উদ্ধার করা হয়।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।