টুঙ্গিপাড়া সমাজসেবা অফিসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার

টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’–এর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জুয়েনা আজিজ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর। ৪ এপ্রিল, গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত
টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’–এর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জুয়েনা আজিজ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর। ৪ এপ্রিল, গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত

ইচ্ছে থাকলে ভালো কিছু করা যায়, সীমাবদ্ধতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। এমন দৃষ্টান্ত রেখে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সমাজসেবা অফিসে তৈরি করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। কর্নারে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য ও ইতিহাস। উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার কথা।

গত বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জুয়েনা আজিজ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর।

টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়ের চেষ্টায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ে কোনো সরকারি অফিসে এমন উদ্যোগ নেওয়া হয়নি।

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সমাজসেবা অফিসে তৈরি করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। কর্নারে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য ও ইতিহাস। উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার কথা। ৪ এপ্রিল, গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সমাজসেবা অফিসে তৈরি করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। কর্নারে স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য ও ইতিহাস। উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার কথা। ৪ এপ্রিল, গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জুয়েনা আজিজ বলেন, এটি একটি নতুন কিছুর প্রবর্তন। উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারটা ভালো হয়েছে।

জানা যায়, সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় কাস্টমসের চাকরি ছেড়ে সমাজসেবাতে যোগদান করেন। এ ছাড়া বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ’৭১–এর চেতনায় উদ্বুদ্ধকরণ ও সঠিক ইতিহাস জানাতে তাঁর এই উদ্যোগ।

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাফায়েত হোসেন তালুকদার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান ১) হরিশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। ৪ এপ্রিল, গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত
‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাফায়েত হোসেন তালুকদার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান ১) হরিশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। ৪ এপ্রিল, গোপালগঞ্জ। ছবি: সংগৃহীত

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় বলেন, বঙ্গবন্ধুর কারণেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। জাতির জনকের জন্মভূমির মানুষকে সেবাদানের সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। আমরা প্রধানমন্ত্রীর বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতাসহ অনেক বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করি। তাই সেবাগ্রহীতারদের সেবা প্রাপ্তির পাশাপাশি তাদের সেবা প্রাপ্তির স্থানকে ও সুন্দর করার চেষ্টা করেছি। এ ছাড়া প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া উপজেলাকে সমাজসেবার মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাব।

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাফায়েত হোসেন তালুকদার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান ১) হরিশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।