কলকাতা থেকে 'গঙ্গা' এখন মেরিএন্ডারসনে

নারায়ণগঞ্জের পাগলায় গতকাল বিআইডব্লিউটিএর মেরি অ্যান্ডারশন জেটিতে পৌঁছায় ভারতের পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা।  প্রথম আলো
নারায়ণগঞ্জের পাগলায় গতকাল বিআইডব্লিউটিএর মেরি অ্যান্ডারশন জেটিতে পৌঁছায় ভারতের পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা। প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পর্যটকবাহী জাহাজ ‘আরভি বেঙ্গল গঙ্গা’ গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পাগলায় মেরিএন্ডারসন জেটিতে পৌঁছেছে।

এ সময় জাহাজটির যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

গত ২৯ মার্চ কলকাতা থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। পরদিন খুলনার আংটিহারা বন্দরে জাহাজটি কাস্টম ও ইমিগ্রেশন–প্রক্রিয়া শেষে বাংলাদেশে ঢোকে।

এটি মোংলা, বরিশাল, চাঁদপুর ও নারায়ণগঞ্জ হয়ে গতকাল বিকেলে মেরিএন্ডারসন জেটিতে নোঙর করে।

জাহাজটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও অস্ট্রেলিয়ার ছয়জন পর্যটকসহ ১৯ জন যাত্রী ও ৩০ জন ক্রু রয়েছেন।