রংপুর বিভাগে সমাজসেবার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

সমাজসেবা অধিদপ্তরের অধীন জাতীয় সমাজসেবা একাডেমির সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় রংপুর বিভাগে শুরু হয়েছে ‘সেবাগ্রহীতার পরিতৃপ্তির জন্য কার্যকর পরিষেবা’র প্রশিক্ষণ কোর্স। আজ রোববার থেকে রংপুর শহরের এনজিও ফোরাম পাবলিক হেলথ রিজওনাল ট্রেনিং সেন্টারে ষষ্ঠ ব্যাচের এ কোর্স চলছে। চলবে আগামী পাঁচ দিন।

একই সঙ্গে দেশের পাঁচটি ভেন্যুতে এ কোর্স শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তরের সব পর্যায়ের প্রায় এক হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

রংপুর ভেন্যুতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আবু সালেহ মো. মূসা জংগী, কোর্স পরিচালক ও উপপরিচালক অনিল চন্দ্র বর্মণ, কোর্স সমন্বয়ক ও রিসোর্স পারসন জাতীয় সমাজসেবা একাডেমির প্রভাষক মোছা. নাসরিন সুলতানা, বগুড়া নন্দীগ্রাম উপজেলা সমাজসেবা অফিসার রিসোর্স পারসন মো. আব্দুল মোমিন এবং বিভিন্ন পর্যায়ের ৩০ জন অংশগ্রহণকারী সমাজসেবা কর্মকর্তা।