ফেসবুকের কল্যাণে ঘর পেলেন ৮০ বছরের বৃদ্ধ

বিধ্বস্ত ঘর মেরামতের জন্য বৃদ্ধের হাতে টিন তুলে দেন ইউএনও মাসুদুর রহমান। ছবি: প্রথম আলো
বিধ্বস্ত ঘর মেরামতের জন্য বৃদ্ধের হাতে টিন তুলে দেন ইউএনও মাসুদুর রহমান। ছবি: প্রথম আলো

ঝড়ো বাতাসের কবলে পড়ে ঘর ভেঙে পড়েছিল বৃদ্ধ আবদুস সাত্তারের। ঘর মেরামত করার সামর্থ্যও ছিল না ৮০ বছর বয়সী এই বৃদ্ধের। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তাই মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। আবদুস সাত্তারের এই অবস্থার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহায়তার আবেদন করেছিলেন স্থানীয় এক তরুণ। সেই স্ট্যাটাস দেখে বৃদ্ধের সহায়তায় এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নিজ উদ্যোগে বৃদ্ধের ঘরটি মেরামত করে দিলেন তিনি।

আজ রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আধুরপাড়া গ্রামের বৃদ্ধ আবদুস সাত্তারের বাড়িতে গিয়ে ঘর মেরামতের জন্য তাঁর হাতে টিন তুলে দেন ইউএনও মো. মাসুদুর রহমান। এই সময় ওই বৃদ্ধকে প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাসও দেন ইউএনও।

ঘর মেরামতের জন্য টিন পেয়ে খুশি বৃদ্ধ আবদুস সাত্তার। তিনি বলেন, ‘ভেঙে যাওয়া ঘর দেখতে ইউএনও সাহেব আমার বাড়িতে আসবেন, এমনটা ভাবতে পারিনি। এই টিন দিয়ে পুরো ঘর নতুন করে তৈরি করা যাবে।’

বৃদ্ধের দুরবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া একই গ্রামের যুবক মো. মনছুর আবদুল্লাহ বলেন, ‘ঝড়ের কবলে পড়ে বৃদ্ধ আবদুস সাত্তারের ঘরটি ভেঙে যায়। খোলা আকাশের নিচে পরিবারটির মানবেতর জীবনযাপন দেখে বিষয়টি ইউএনওর নজরে আনতে ফেসবুকে স্ট্যাটাস দিই। ইউএনও সাহেব স্ট্যাটাসটি দেখে বৃদ্ধের বাড়িতে ছুটে যান। তিনি বৃদ্ধের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করেছেন। তাঁকে ধন্যবাদ জানাই।’

জানতে চাইলে ইউএনও মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উপজেলার মানুষের সুবিধা-অসুবিধা দেখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।’