অনন্ত জলিলের প্রতিষ্ঠানের গাড়িচালক ৫৫ লাখ টাকা নিয়ে উধাও

অনন্ত জলিল
অনন্ত জলিল

বাংলা চলচ্চিত্রের নায়ক ও এজেআই গ্রুপের মালিক অনন্ত জলিলের প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক ৫৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন। এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সউগাতুল আলম আলম জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে এজেআই গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান জাহিদুল ইসলাম মীর মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, রোববার দুপুর ১২টার দিকে এজেআই গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিসাব) জহিরুল ইসলাম চালকসহ মাইক্রোবাসে করে ৫৭ লাখ টাকা নিয়ে সাভারের হেমায়েতপুরে সোনালী ব্যাংকের শাখায় আসেন। ৫৫ লাখ টাকা গাড়িতে রেখে দুই লাখ টাকা ব্যাংকে জমা দিতে যান জহিরুল। টাকা জমা দিয়ে ফিরে এসে তিনি দেখেন মাইক্রোবাস চালক শহীদ মিয়া নেই, মাইক্রোবাসও নেই।

সাভার থানা সূত্র জানায়, এই ঘটনায় মামলা হওয়ার পর থেকে মাইক্রোবাস চালক শহীদ মিয়াকে ধরতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিসাব) জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশের একটি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন।