মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০, বাংলাদেশি থাকার আশঙ্কা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রীবাহী বাস উল্টে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন ৩৪ জন। নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা আছে বলে জানিয়েছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শহিদুল ইসলাম।

স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ১০ মিনিটে পর এই দুর্ঘটনা ঘটে বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমসের খবরে জানানো হয়। পত্রিকাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বাসে ৪৩ জন যাত্রী ছিলেন। প্রায় সবাই শ্রমিক।

কুয়ালালামপুরের কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এমএএস কার্গো কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে।

আজ সকাল পৌনে ১১টায় কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন বলে জেনেছি। এদের মধ্যে বাংলাদেশি আছে কি না, তা জানতে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

শহিদুল ইসলাম বলেন, কুয়ালালামপুরের লেবার কাউন্সিলর জহিরুল ইসলামসহ তিনজন গেছেন খোঁজ নিতে।