গাছ সংরক্ষণ নিয়ে মতবিনিময় সভা

ভোলায় গাছ সংরক্ষণে মতবিনিময় সভা হয়েছে। রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন বিশ্বব্যাংকের অর্থায়নে ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে গতকাল রোববার বেলা ১১টায় সদর উপজেলার বাংলাবাজার উপশহরে এ সভার আয়োজন করে। ‘গাছ সংরক্ষণের মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন বৃদ্ধিকরণ ও কার্বন হ্রাসকরণ প্রকল্প’ বাস্তবায়ন করবে সংস্থাটি। মতবিনিময় সভায় সংস্থার জেলাপ্রধান মো. কামাল উদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও আইন উপদেষ্টা মো. অহিদুর রহমান, প্রকল্প গবেষক মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মো. আমজাদ হোসেন, এম এ মান্নান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছিদ্দিকুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, উন্নত বিশ্ব কার্বন নির্গত করে তৃতীয় বিশ্বকে বিপদে ফেলছে। এটা রুখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। ভোলায় মোট ভূমির ৩৩ ভাগ গাছ রয়েছে। উন্নয়নের নামে দেদার এই গাছ কাটা হচ্ছে।