সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন

সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খোরাক রেস্তোরাঁ, সৈয়দপুর, নীলফামারী, ৭ এপ্রিল। ছবি: প্রথম আলো
সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খোরাক রেস্তোরাঁ, সৈয়দপুর, নীলফামারী, ৭ এপ্রিল। ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার রাতে স্থানীয় খোরাক রেস্তোরাঁয় ওই সংবাদ সম্মেলন করা হয়। এর আগে শহরের প্রধান প্রধান সড়কের দুই পাশে মানববন্ধন হয়েছে।

সংবাদ সম্মেলনে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার দাবি সৈয়দপুরবাসীর প্রাণের দাবি। সৈয়দপুরবাসী দীর্ঘদিন ধরে সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুরবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে এবং তা পূরণে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের ঘোষণাও দেন। তাঁর ঘোষণা অনুযায়ী, সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের কাজ জোরেশোরে শুরু হয়। কিন্তু এর মধ্যে একটি স্বার্থান্বেষী মহল তা নিয়ে ষড়যন্ত্র করছে। মহলটি বিমানবন্দরের আন্তর্জাতিককরণ প্রক্রিয়া বাতিলের অপচেষ্টা করছে। কিন্তু সৈয়দপুরবাসী তাদের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এ সময় অন্য বক্তারা বাধা সৃষ্টিকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়। সৈয়দপুর, নীলফামারী, ৭ এপ্রিল। ছবি: প্রথম আলো
সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়। সৈয়দপুর, নীলফামারী, ৭ এপ্রিল। ছবি: প্রথম আলো

এর আগে একই দাবিতে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। সৈয়দপুর শহরের বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসহযোগী সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক, সামাজিক, ক্রীড়া সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক একে অপরের হাত ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে মানববন্ধনে দাঁড়িয়ে পড়েন। সৈয়দপুরে এযাবৎকালের সবচেয়ে বড় মানববন্ধন এটি বলে জানা গেছে।

সংবাদ সম্মেলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদল, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক জোবায়দুর রহমান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।