তানোরের পুকুরে ৩৭৫টি গুলি

রাজশাহীর তানোর উপজেলার একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৫টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার মাছ ধরার জালে পলিথিনে মোড়ানো অবস্থায় গুলিগুলো উঠে আসে। পুলিশ জানিয়েছে, গুলিগুলো অনেক পুরোনো। বিষয়টি তারা তদন্ত করছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান বলেন, তানোরের মালশিরা গ্রামের এই পুকুরের মালিক আবদুস সাত্তার। মাছ চাষের জন্য তিনি অন্য এক ব্যক্তিকে পুকুরটি ইজারা দিয়েছেন। ওই ব্যক্তির লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে গুলিগুলো উঠে আসে। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। তখন গুলিগুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

এএসপি রাজ্জাক আরও জানান, গুলিগুলো অনেক পুরোনো। এসব গুলি এখন আর রাইফেলের জন্য ব্যবহৃত হয় না।

স্থানীয়রা ধারণা করছেন, মুক্তিযুদ্ধের সময় হয়তো গুলিগুলো পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। তবে পুলিশ বলছে, বিষয়টি নিয়ে তাঁরা নিশ্চিত নন। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তদন্ত শেষেই এ ব্যাপারে মন্তব্য করা যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।