পাহাড় কেটে পাকা স্থাপনা, এক ব্যক্তি কারাগারে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে পাকা স্থাপনা নির্মাণকালে অভিযান চালিয়ে স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেন ইউএনও মো. মাসুদুর রহমান। ছবি: আব্বাস হোসাইন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে পাকা স্থাপনা নির্মাণকালে অভিযান চালিয়ে স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেন ইউএনও মো. মাসুদুর রহমান। ছবি: আব্বাস হোসাইন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম মো. লোকমান (৩৮)। তাঁর বাড়ি চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারা বটতল গ্রামে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে বনগ্রাম জুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এই দণ্ড দেন। অভিযানের সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নিজে উপস্থিত থেকে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। অভিযানের বিষয়টি টের পেয়ে নির্মাণ শ্রমিকেরা পালিয়ে যান। এ সময় স্থাপনা নির্মাণের সরঞ্জামাদি জব্দ করা হয়। ত্রিশ হাজার টাকা নিলামে বিক্রি করা হয় ইট।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘সরকারি জায়গা দখল করে পাহাড় কেটে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’