সচিবালয়ের একটি ভবন ভূমিকম্পে 'ঝুঁকিপূর্ণ'

সচিবালয়ের ভেতরের পশ্চিম পাশে ২০ তলা আরেকটি ভবন হবে। বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগ থাকা ১ নম্বর ভবনটি ভূমিকম্পের জন্য ‌‌ঝুঁকিপূর্ণ। তবে সচিবালয়ের ভবনগুলো অগ্নিনিরাপত্তার বিষয়ে ঝুঁকিপূর্ণ নয়।

এসব তথ্য জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন।

বর্তমানে সচিবালয়ের পূর্ব অংশে অর্থ মন্ত্রণালয়ের জন্য ২০ তলাবিশিষ্ট আরেকটি ভবন নির্মাণাধীন আছে।

সচিবালয়ের ভবনগুলো অগ্নিনির্বাপণ বিষয়ে ঝুঁকি আছে কি না, তা জানাতে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গণপূর্তের করা ভবনগুলোর বৈশিষ্ট্য হলো ‘সার্কিট ব্রেকার’ রয়েছে, অর্থাৎ কোনো কারণে ‘শর্টসার্কিট’ হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। কাজেই ‘শর্টসার্কিট’ হওয়ার ঝুঁকি নেই বললেই চলে। তবে মন্ত্রিপরিষদ বিভাগ থাকা পুরোনো ভবনটি (১ নম্বর ভবন) ভূমিকম্পের বিষয়ে সতর্কতা আছে। সচিবালয়ের বিভিন্ন ভবনের অগ্নিনিরাপত্তা নিয়ে শিগগিরই বৈঠক ডাকা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে ২০১৯ সালের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) বৈঠকের বাস্তবায়নের প্রতিবেদন তুলে ধরা হয়। এই সময়ে ৫টি বৈঠকে ৩৬টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ২৪টি বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।

সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।