চ্যালেঞ্জ মোকাবিলায় আরও মেধাবী কর্মকর্তা প্রয়োজন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন। আজ সোমবার ঢাকায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। এর পেছনে মেধাবী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আগামী দিনেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরও বেশি মেধাবী ও কর্মনিষ্ঠ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী দক্ষ ও মেধাবী কর্মকর্তা বাছাইয়ে পিএসসির ভূমিকার প্রশংসা করেন। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, আব্দুল জব্বার খান, পিএসসির ভারপ্রাপ্ত সচিব ও এন সিদ্দিকা খানম।