গৌরনদীতে ট্রাকচাপায় যুবক নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। আজ সকালে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং স্টেশনের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকচাপায় গুরুতরভাবে আহত হন ওই যুবক।

নিহত যুবকের নাম লিটন খান (৩০)। তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পূর্ব নওয়াপাড়া গ্রামের আমির হোসেন খানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

ওসি শেখ আতিয়ার রহমান জানান, লিটন খান মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ সকালে মাহিলাড়া থেকে ভূরঘাটা যাওয়ার পথে আশোকাঠি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লিটন খানকে উদ্ধার করে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা দেড়টায় লিটন খান মারা যান।

লিটন খানের স্বজন স্কুলশিক্ষক মো. সুমন খান জানান, লিটন খানের স্ত্রী ও দুটি শিশুকন্যা রয়েছে। সংসারটি তাঁর আয়ের ওপর নির্ভরশীল ছিল।