হঠাৎ ঝড়বৃষ্টি, কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি
ফাইল ছবি

হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। এতে যাত্রীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় ঝড়ের কবলে পড়ে মাঝনদীতে আটকা পড়েছে চারটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে মাঝপদ্মায় যানবাহনসহ চারটি ফেরি আটকা পড়েছে। ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই পারে আটকা পড়েছে চার শতাধিক যানবাহন।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, হঠাৎ করেই ঝড় শুরু হয়। তাই দুর্ঘটনা এড়াতে চারটি ফেরিকে মাঝনদীতেই নোঙর ফেলার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।