এবার উল্টো পথের বাইসাইকেল ধরবে পুলিশ!

>শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর রাজধানীর সড়কে অনেকাংশে কমেছে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির উল্টো পথে চলার দৌরাত্ম্য। রাইড শেয়ারিং পদ্ধতির বহুল ব্যবহারের কারণে মোটরসাইকেলের পাশাপাশি বেড়েছে বাইসাইকেলও। যানজট এড়িয়ে সহজে চলাচলে বাইসাইকেলের জনপ্রিয়তাও অনেক। কিন্তু ট্রাফিক আইন অমান্য করতে বাইসাইকেলচালকেরাও পিছিয়ে নেই। উল্টো পথে চলছে নিয়মিতভাবে; আবার ফুটপাতের ওপর দিয়ে চালানো তো আছেই। উল্টো পথে আসা বাইসাইকেল থামাতে সচেতনতামূলক পথসভার আয়োজন করছে ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে বিজয় সরণিতে আধা ঘণ্টার অভিযানে জব্দ হয় উল্টো পথে আসা প্রায় ২০টি বাইসাইকেল। পরে এর চালকদের সঙ্গে সচেতনতামূলক কথা বলেন ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোরসেদ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
যানজটের কারণে ফার্মগেট থেকে উল্টো পথে আসছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী
যানজটের কারণে ফার্মগেট থেকে উল্টো পথে আসছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী
অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যায় অনেক বাইসাইকেলই চলছে উল্টো পথে
অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যায় অনেক বাইসাইকেলই চলছে উল্টো পথে
সম্প্রতি বিজয় সরণি এলাকায় উল্টো পথে আসা এক বাইসাইকেল দুর্ঘটনার কবলে পড়ার পর ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের পক্ষ থেকে নেওয়া হয় এ উদ্যোগ
সম্প্রতি বিজয় সরণি এলাকায় উল্টো পথে আসা এক বাইসাইকেল দুর্ঘটনার কবলে পড়ার পর ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের পক্ষ থেকে নেওয়া হয় এ উদ্যোগ
মঙ্গলবার দুপুরে বিজয় সরণিতে আধা ঘণ্টার এ অভিযানে জব্দ করা হয় উল্টো পথে আসা প্রায় ২০টি বাইসাইকেল
মঙ্গলবার দুপুরে বিজয় সরণিতে আধা ঘণ্টার এ অভিযানে জব্দ করা হয় উল্টো পথে আসা প্রায় ২০টি বাইসাইকেল
পরে চালকদের আটকে রেখে সাইকেলগুলো বিজয় সরণির মোড়ের একটি ফুটপাতে জড়ো করে রাখা হয়
পরে চালকদের আটকে রেখে সাইকেলগুলো বিজয় সরণির মোড়ের একটি ফুটপাতে জড়ো করে রাখা হয়
এ সময় সে রাস্তাতেই যাচ্ছিলেন দুই দিন আগে উল্টো পথে চালাতে গিয়ে আটক হওয়া এক সাইকেলচালক। পরে তিনি স্বেচ্ছায় নেমে এসে অসচেতন চালকদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আইন মেনে চলার প্রতিশ্রুতি আদায় করেন
এ সময় সে রাস্তাতেই যাচ্ছিলেন দুই দিন আগে উল্টো পথে চালাতে গিয়ে আটক হওয়া এক সাইকেলচালক। পরে তিনি স্বেচ্ছায় নেমে এসে অসচেতন চালকদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আইন মেনে চলার প্রতিশ্রুতি আদায় করেন