বৈশাখী প্রস্তুতি

>

দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে বরণ করবেন বাঙালিরা। বৈশাখের আগমন উপলক্ষে সর্বত্র চলছে প্রস্তুতি। নগর কিংবা গ্রামে পয়লা বৈশাখে বসবে বৈশাখী মেলা। মেলায় ক্রেতাদের জন্য রাখা হয় বাঙালির ঐতিহ্যবাহী কারুপণ্য। মাটির তৈরি হাঁড়ি-পাতিল, শিশুদের বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যাবে মেলায়। এ উপলক্ষে মৃৎশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন বর্ণিল সব মাটির জিনিসপত্র বানাতে। সিলেট নগরের কিনব্রিজ এলাকায় এবার বসবে বৈশাখী মেলা। সেখানে এখন থেকেই মাটির এসব জিনিস রং করে রাখছেন বিক্রেতারা। সাজিয়ে রাখা হয়েছে রং করা মাটির হাঁড়ি-পাতিল।

প্রস্তুত করে রাখা হচ্ছে বিভিন্ন সামগ্রী।
প্রস্তুত করে রাখা হচ্ছে বিভিন্ন সামগ্রী।
থরে থরে রঙিন হাঁড়ি সাজিয়ে রাখছেন বিক্রেতা।
থরে থরে রঙিন হাঁড়ি সাজিয়ে রাখছেন বিক্রেতা।
ছোট-বড় আকারের মাটির দ্রব্য।
ছোট-বড় আকারের মাটির দ্রব্য।
হাঁড়ির গায়ে লেখা হয়েছে শুভ বাংলা নববর্ষ।
হাঁড়ির গায়ে লেখা হয়েছে শুভ বাংলা নববর্ষ।
প্রথম ধাপে দেওয়া হয়েছে লাল রং। পরে এতে বিভিন্ন ধরনের নকশা করা হবে।
প্রথম ধাপে দেওয়া হয়েছে লাল রং। পরে এতে বিভিন্ন ধরনের নকশা করা হবে।
পছন্দের পণ্য দেখছেন নারী।
পছন্দের পণ্য দেখছেন নারী।
নিজের মতো করে নকশা করছেন এক ব্যক্তি।
নিজের মতো করে নকশা করছেন এক ব্যক্তি।
হাঁড়ি-পাতিল কিনে নিজের মতো করে রং করার জন্য রাখা হয়েছে রংহীন মাটির পণ্য।
হাঁড়ি-পাতিল কিনে নিজের মতো করে রং করার জন্য রাখা হয়েছে রংহীন মাটির পণ্য।
হাতে একটুও সময় নেই। কর্মব্যস্ত এক দোকানি।
হাতে একটুও সময় নেই। কর্মব্যস্ত এক দোকানি।