পোশাকে বৈশাখের ছাপ

>পয়লা বৈশাখকে সামনে রেখে রাজধানীর নিউমার্কেটের ব্লকের কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়। নারীরা চান তাদের পোশাকে ফুটে উঠুক বৈশাখের রং ও নকশা। কাঠে খোদাই করা নকশার ব্লকে রং লাগিয়ে কাপড়ে ছাপ দিয়ে যাচ্ছেন কারিগরেরা। একটি শাড়ি ও একটি থ্রিপিসে ব্লকের কাজ করাতে খরচ হয় ৩৫০ টাকা করে। বেডশিটে ব্লকের কাজ করাতে খরচ হবে ১ হাজার ৪০০ টাকা। টেবিল ক্লথের জন্য খরচ ১৫০ টাকা। এই খরচ নির্ভর করে নকশা ও রঙের ওপর; যত বেশি নকশা ও রং, খরচ তত বেশি। ছবিগুলো বুধবারের।
নানা রং নিয়ে কাজ করছেন এক কারিগর।
নানা রং নিয়ে কাজ করছেন এক কারিগর।
এক রঙের নকশার ওপর আরেক রঙের নকশার ছাপ দেওয়া হচ্ছে।
এক রঙের নকশার ওপর আরেক রঙের নকশার ছাপ দেওয়া হচ্ছে।
একই ব্লকের ছাপে দুই রং।
একই ব্লকের ছাপে দুই রং।
ঐতিহ্যবাহী এই নকশার নাম ‘কলকা’।
ঐতিহ্যবাহী এই নকশার নাম ‘কলকা’।
রং ও নকশার পরিমাণ যত বেশি, মজুরি তত বেশি।
রং ও নকশার পরিমাণ যত বেশি, মজুরি তত বেশি।
ব্লকের নকশায় প্রাধান্য পায় ফুল ও পাতার মোটিফ।
ব্লকের নকশায় প্রাধান্য পায় ফুল ও পাতার মোটিফ।
ব্লকের কাজ শেষে শাড়িতে ডলারের টুকরো বসানো হচ্ছে।
ব্লকের কাজ শেষে শাড়িতে ডলারের টুকরো বসানো হচ্ছে।