শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টি বোর্ডের পরিষদ গঠন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টি বোর্ডের পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। অবসর সুবিধা বোর্ডে শরীফ আহমদ ও কল্যাণ ট্রাস্টি বোর্ডে মো. শাহজাহান আলম ফের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই দুটি বোর্ডের মাধ্যমেই সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অবসর পরবর্তী সুবিধা পেয়ে থাকেন। মেয়াদ শেষ হওয়ায় গত ১১ জানুয়ারি থেকে পরিষদ ছিল না। ফলে অবসর সুবিধা নিয়ে শিক্ষক-কর্মচারীদের সমস্যায় পড়তে হচ্ছিল।

পুনরায় নিয়োগ পাওয়া শরীফ আহমদ কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অধ্যক্ষ এবং শাহজাহান আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ।

দুটি বোর্ডই ২১ সদস্যবিশিষ্ট। এগুলোর মেয়াদ তিন বছর। দুটিতেই পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব।