ঢাকাতেই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করবেন বাংলাদেশের হজযাত্রীরা

এখন থেকে দেশেই অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা। এএফপির ফাইল ছবি
এখন থেকে দেশেই অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা। এএফপির ফাইল ছবি

বাংলাদেশি হজযাত্রীদের জন্য সহজ হচ্ছে হজযাত্রা। এখন থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার আগে হজরত শাহজালাল বিমানবন্দরেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা। এর আগে সৌদি আরবে পৌঁছে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এই অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হতো।

বাংলাদেশিদের হজযাত্রা সুগম করতে বাংলাদেশ ও সৌদি আরব এই সিদ্ধান্ত নিচ্ছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌদি আরবে যায়। মঙ্গলবার রাতে ফিরতি সফরে বাংলাদেশে এসেছে সৌদি আরবের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বাংলাদেশি হজযাত্রীরা। আনিসুর রহমান বলেন, ‘এখন থেকে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবের বিমানবন্দরে নেমে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই সেই দেশে প্রবেশ করতে পারবেন।’

গত দুই বছর ধরেই হজযাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর করার জন্য দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়ে আসছিল।