দেয়ালে দেয়ালে রিকশাচিত্র

>পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়ালগুলো যেন প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিবছরের মতো এবারও চারুকলার শিক্ষার্থীরা রাত জেগে দেয়ালচিত্র দিয়ে দেয়ালগুলো রাঙিয়ে তুলছেন। দেয়ালে ফুটে উঠতে শুরু করেছে বর্ণিল সব ছবি। আঁকার কাজ মাত্র শুরু হয়েছে। এবার দেয়াল রাঙানো হচ্ছে ঐতিহ্যবাহী রিকশাচিত্র দিয়ে। ছবিগুলো বৃহস্পতিবারের।
রিকশাচিত্রের খুবই পরিচিত মোটিফ।
রিকশাচিত্রের খুবই পরিচিত মোটিফ।
ঐতিহ্যবাহী রিকশাচিত্র এবং বক্তব্য।
ঐতিহ্যবাহী রিকশাচিত্র এবং বক্তব্য।
দেয়ালে ময়ূরের মোটিফ-সংবলিত রিকশাচিত্র।
দেয়ালে ময়ূরের মোটিফ-সংবলিত রিকশাচিত্র।
ময়ূরের সঙ্গে বেঙ্গল টাইগার।
ময়ূরের সঙ্গে বেঙ্গল টাইগার।
পাকিস্তান আমলের শেষ দিকে রিকশাচিত্রে মানুষের ছবি আঁকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হলে মানুষের বদলে জীবজন্তুর ছবি আঁকার প্রবণতা দেখা দেয়।
পাকিস্তান আমলের শেষ দিকে রিকশাচিত্রে মানুষের ছবি আঁকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হলে মানুষের বদলে জীবজন্তুর ছবি আঁকার প্রবণতা দেখা দেয়।
দেয়ালে ফুটে উঠেছে গ্রামীণ চিত্রও।
দেয়ালে ফুটে উঠেছে গ্রামীণ চিত্রও।
মুখোমুখি ময়ূর ও সাপ।
মুখোমুখি ময়ূর ও সাপ।
মানুষের বদলে তাস খেলছে বাঘ।
মানুষের বদলে তাস খেলছে বাঘ।
পাখি রিকশাচিত্রের অন্যতম প্রধান বিষয়।
পাখি রিকশাচিত্রের অন্যতম প্রধান বিষয়।