ঢাকায় যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রা

>

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রা হয়েছে। আজ শুক্রবার রাজধানীতে এ পদযাত্রা হয়।

বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা শুরু হয়ে তা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গৌরব একাত্তর, পূর্ণিমা ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এ পদযাত্রায় অংশ নেন।

নুসরাত হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ডও বহন করেন তাঁরা। সোনাগাজীর এই মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় সারা দেশেই প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে।

যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীরা। শাহবাগ, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীরা। শাহবাগ, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
নুসরাত জাহানকে পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। শাহবাগ, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: তানভীর আহম্মেদ
নুসরাত জাহানকে পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। শাহবাগ, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: তানভীর আহম্মেদ
শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ হয়। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ হয়। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
সকালে শাহবাগের মানববন্ধনে বক্তব্য দেন নানা শ্রেণি–পেশার মানুষ। শাহবাগ, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
সকালে শাহবাগের মানববন্ধনে বক্তব্য দেন নানা শ্রেণি–পেশার মানুষ। শাহবাগ, ঢাকা, ১২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা। ছবি: তানভীর আহম্মেদ
শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা। ছবি: তানভীর আহম্মেদ