বাঁচল না লক্ষ্মীপুরের সেই ৭ শিশু

লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে জন্ম নেওয়া সাত শিশুর মৃত্যু হয়েছে। জন্মের চার ঘণ্টার মধ্যে গতকাল শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। গতকাল রাত ১০টার দিকে ওই সাত শিশুর জন্ম হয়।

সাত শিশুর জন্ম দেন নাজমা আক্তার (২০) নামের এক নারী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারি বাড়ির মো. রাজুর স্ত্রী। সাত নবজাতকের মধ্যে চারটি মেয়ে ও তিনটি ছেলে ছিল।

সিটি হাসপাতালের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, রাতে প্রসববেদনা নিয়ে নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হন। পরে স্বাভাবিকভাবে সাত সন্তানের জন্ম দেন তিনি। নির্দিষ্ট সময়ের আগে মাত্র পাঁচ মাসে সন্তান প্রসব করেন তিনি। নবজাতকগুলো ছিল অপরিণত। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক ছিল।

নাজমার খালাতো ভাই মো. মোবারক হোসেন বলেন, প্রথমবারের মতো সন্তান জন্ম দেন নাজমা। তাঁর স্বামী মো. রাজু প্রবাসী। পরিবারের লোকজন নবজাতকগুলোর মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের বলেন, ‘নির্দিষ্ট সময়ের আগে সাত সন্তানের জন্ম হয়। তারা প্রত্যেকে ঝুঁকিতে ছিল। আমরা সুস্থ করতে চেষ্টা করছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ঢাকায় নেওয়ার আগেই ওই সাত শিশুর মৃত্যু হয়।’