ভেস্তে গেল বাল্যবিয়ে, ১০ হাজার টাকা জরিমানা

বাল্যবিবাহ । প্রতীকী ছবি
বাল্যবিবাহ । প্রতীকী ছবি

গোপনে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা দিয়ে মুচলেকা দিতে হলো বর পক্ষকে। আজ শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার খিয়ারপাড়া হাজারীহাটের বাসিন্দা তাহেরুল ইসলামের (২৩) সঙ্গে এসএসসি ফলপ্রার্থী ১৫ বছর বয়সী এক মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। তিনি বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে উভয় পক্ষের মুচলেকা নেওয়া হয়।

পরিমল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বয়স ১৮ বছর হওয়ার স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি মেয়ের পরিবার। এ ঘটনায় বরকে জরিমানা গুনতে হয়েছে। সেই সঙ্গে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে যে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া যাবে না। মুচলেকা অনুযায়ী, অন্য কোথাও বিয়ে না দিয়ে বয়স ১৮ বছর পূর্ণ হলে মেয়েটিকে তাহেরুলের সঙ্গে বিয়ে দিতে হবে। মুচলেকা দিয়েছেন ছেলে, ছেলের ভাই, চাচা, দুলাভাই এবং মেয়ের বোন ও চাচা।