দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে। ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে। ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ শনিবার বিকেলে এক বার্তায় এই শুভেচ্ছা জানান।
ওবায়দুল কাদের পাঠানো শুভেচ্ছা বার্তায় লেখেন:

‘লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়।
ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের
ডানা মেলে।
তবুও…
নতুন বছরে বাংলাদেশের নতুন কোনো দুর্ভাবনা নেই।

সতেরো কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে
শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর
জেগে থাকেন বলে।’
‘শুভ নববর্ষ’।

ওবায়দুল কাদের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাঁর চিকিৎসা বিষয়ে পরামর্শ দিতে ঢাকায় আসেন ভারতের স্বনামধন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। এক মাস চিকিৎসা শেষে ৫ এপ্রিল সিঙ্গাপুর সময় বেলা তিনটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ওই সময় সামগ্রিক সুস্থতার জন্য ওবায়দুল কাদেরের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।