শিক্ষার্থীদের দাবিতে শিক্ষকদের একাত্মতা

অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। ছবি: প্রথম আলো
অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। ছবি: প্রথম আলো

উপাচার্যের পদত্যাগের দাবিতে শনিবারও নিজেদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেনের নেতৃত্বে সাতজন শিক্ষক অবস্থান কর্মসূচিতে এসে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানান, রোববার সকালে বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাসে প্রতিবাদী শোভাযাত্রা করবেন তাঁরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে।

শিক্ষার্থীদের প্রতিনিধি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোববার নববর্ষ উদযাপন শেষে উপাচার্যের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের পদত্যাগের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।